আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে দুই দফা সংঘর্ষ, আহত- ৫

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২১ জুলাই ২০২৩ ০৮:৫৫:০০ অপরাহ্ন | জাতীয়

 বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বৌভাত অনুষ্ঠানের চেয়ার-টেবিল। মারামারিতে আহত হয়েছেন অন্ততঃ ৫ জন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করছে পুলিশ। 

 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীতে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। 

 

মারামারিতে আহত সাজ্জাদ হোসেন (২৯), মো.জাহেদ (২৭), জাকির হোসেন (৫৫),  মো. রাকিব (২০) ও মো. সাকিব (২১) উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, হাসপাতালের রেজিস্ট্রার বই অনুযায়ী রাতে মারামারির ঘটনায় ৫ জন চিকিৎসা নিয়েছেন। 

 

এ ঘটনায় ৩ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা মো.আরাফাত (৩৫) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন। 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীতে নিখোঁজ কলেজ ছাত্র মিনহাজকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস্ট দেন এক ব্যক্তি। এতে এলাকার এক যুবক আপত্তিকর মন্তব্য করেন। এনিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ৩নং ওয়ার্ডের বাহির সিগন্যাল এলাকার বদু হাজীর বাড়ির এক বৌভাত অনুষ্ঠানে এর কারণ জানতে গিয়ে সংঘর্ষ জড়ায় দুইপক্ষ। ভাঙচুর করা হয় বৌভাত অনুষ্ঠানের চেয়ার টেবিল। এরপর রাতে সাড়ে ১১টার দিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে আবারও হাসপাতাল চত্বরে মারামারিতে লিপ্ত হন উভয় পক্ষ। 

 

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিব ও সাকিব 

নামের গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (গতকাল) সকালে আদালতে পাঠানো হয়েছে।