আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে জায়গাজমির বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত-১৬

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৫:২৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বোয়ালখালীতে জায়গাজমির বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১৬জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

গত রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কবরস্থানের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উপজেলার মধ্যম চরণদ্বীপ মাইজপাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইপক্ষই বোয়ালখালী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.আসমা সাদিয়া জানান, মারামারি ঘটনায় রবিবার রাতে আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

 

এ ঘটনায় গুরুতর আহত হলেন ইসমাইল (৪৭), ইলিয়াস(৪২), আবদুল মতিন(২৭), নজরুল ইসলাম (৫৮), মো.মামুনসহ(৩০) ১৬জন আহত হয়েছেন।

 

স্থানীয়রা জানান, হাজী আবদুল মোনাফদের সাথে নজরুল ইসলামের পরিবারের মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলছে। রবিবার মাইজপাড়া জামে মসজিদের পাশে কবরস্থানের পুরাতন দেয়াল সংস্কার নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে।

 

হাজী আবদুল মোনাফ অভিযোগ করে বলেন, আমরা মসজিদের জন্য জায়গা দান করেছি। আমাদের কবরস্থানের পুরাতন সীমানা প্রাচীরের উপর আমাদের অনুমতি ছাড়া জবর দখল পুর্বক দেয়াল নির্মাণ করার খবর পেয়ে আমরা কেন আমাদের দেয়ালের উপর দেয়াল নির্মাণ করছেন জানতে চাই। কথাবার্তা শেষে আমরা চলে আসার সময় পেছন থেকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের গুরুতর আহত করেছে। হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে তারা উল্টো মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর সুবিচার চাই।

 

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই রিযাউল জব্বার বলেন, দু'পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।



সবচেয়ে জনপ্রিয়