আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেমে’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ১০:৫২:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ ইছাখালী বাসিন্দা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১১ টা ২০ মিনিটে  নগরীর দেওয়ান বাজারস্থ নিজ বাসায় তার মৃত্যু হয় ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের প্রথম জানাজা আজ শুক্রবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলার দক্ষিণ ইছাখালী গ্রামে এবং দ্বিতীয় জানাজা বাদে জুমা নগরীর দেওয়ান বাজারস্থ মাছুয়া ঝর্ণা ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আবদুল নূর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন।

 

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়