আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, ৯ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে আনোয়ারায় ৯ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

রবিবার বিকাল ৪ টায় উপজেলার ছাত্তারহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় দ্রব্যমূল্য নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পেয়াজের বাড়তি দাম রাখা, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অন্যান্য অপরাধে ৯ টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সরকার নির্ধারিত মূল্যে দ্রব্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।