আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বান্দরবানে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ০২:৪৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বান্দরবানে এপিবিএন এর অভিযানে মো. রাসেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটককৃত মো. রাসেল বান্দরবান পৌরসভা বর্তমান কক্সবাজারের রামু কাউয়ারখোপ (আরিফ চৌধুরীর বাড়ীর ভাড়াটিয়া) এলাকার মৃত আবদুল মতলবের ছেলে।

 

গত ২৭ নভেম্বর রাত ১০টায় বান্দরবান সদর পরিমল স্টোর এর সামনে অভিযান চালিয়েনতাকে আটক করেন।

 

এপিবিএন বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান  নির্দেশনায় এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স বান্দরবানের মেঘলার এসআই মাইকেল বনিক ও এএসআই মো. রবিউল করিম সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

 

 এসআইন বনিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাসেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে  বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। সদর থানা আদালতো সোপর্দ করবে।