আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বান্দরবানে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি'র ৬ নেতাকর্মী আটক

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৯:০৪:০০ অপরাহ্ন | রাজনীতি

বান্দরবানের সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে  আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৪), মো. লিটন (৩৭), আলী মিয়া (৩৯), বাহাদুর আলম (৪৫), আবুছালে (৪৬), মো. আলমগীর হোসেন (৩৫)। তারা বান্দরবান পৌরসভা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, বিএনপি'র ডাকা অবরোধ কর্মসুচীতে সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোয়াংছড়ি থানায় দায়ের করা একটি মামলায় ৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত সুত্র জানায়,মঙ্গলবার দুপুর ১টার দিকে আটক ছয় আসামীকে আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।

এদিকে পুলিশের গন গ্রেফতার আতংকে  বিএনপি'র নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছে ।