আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

বাঁশখালী‌তে যুব ম‌হিলালী‌গের উ‌দ্যো‌গে আ‌লোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৫০:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বিজ‌য়ের ৫০ বছর , স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী উপল‌ক্ষে বাঁশখালী‌ উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের উ‌দ্যো‌গে আ‌লোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপ‌জেলা আওয়ামীলী‌গের নিজস্ব কার্যাল‌য়ে মঙ্গলবার সকা‌লে অনু‌ষ্ঠিত হয় ।

বাঁশখালী‌ উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক রোকসানা আক্তারের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী‌ উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সভাপ‌তি অধ‌্যাপিকা রাওকাতুন নুর  প্রিয়াতা ।

বাঁশখালী‌ উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি অধ‌্যাপক তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্টা‌নে সন্মা‌নিত অ‌তি‌থি ও আলোচক ছি‌লেন বাঁশখালী পৌরসভার আওয়ামীলী‌গের মেয়র প্রার্থী এড‌ভো‌কেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলী‌গের আহবায়ক  আলহাজ্ব মোঃ হা‌মিদ উল্লাহ, খানখানাবাদ আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক জসীম হায়দার, উপ‌জেলা ওলামালী‌গের সভাপ‌তি মাওলানা আকতার হোছাইন, মাহামুদুল ইসলাম,রশিদ আহমদ, মো‌র্শেদুর রহমান না‌দিম,রো‌জিয়া সুলতানা, ফারহানা বেগম, হিরা ম‌নি, দেবী রুদ্র প্রমুখ ।

সভায় বক্তারা ব‌লেন ,বিজ‌য়ের ৫০ বছর , স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী পালন করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে । এ ধারা অভ‌্যাহত রাখ‌তে আগামী‌তে প্রধানমন্ত্রী বাঁশখালীর উন্নয়‌নের কান্ডা‌রি আলহাজ্ব মোস্তা‌ফিজুর রহমান চৌধুরীর ম‌নোনীত পৌরসভার মেয়র প্রার্থী এড‌ভো‌কেট তোফাইল বিন হোছাইনকে বিজয়ী করার আহবান জানান ।