আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ১২:০২:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন পিপিএম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস ছরওয়ার সুমন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দীন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোরশেদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, পূজা উদযাপন কমিটির সভাপতি পৌরসভার কাউন্সিলর প্রণব কুমার দাশ, সেক্রেটারী ঝন্টু কুমার দাশ, বাঁশখালী হাসপাতালের প্রতিনিধি ডাক্তার দিদারুল হক শাকিব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ আজাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশ, গন্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, সাধনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ এজাজ উদ্দিন, বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারী শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাবেক সেক্রেটারী আব্দুল মতলব কালু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু বক্কর বাবুল প্রমুখ। 

সভায় বক্তারা শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা বলেন, উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে প্রতিটি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এই বছরও যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য বাঁশখালীর সকলের প্রতি সহযোগীতার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ও প্রতিটি দুর্গা পুজা মন্ডপের কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এবারে এই উপজেলায় ৮৭ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টেবর পুজা শুরু হবে বলে জানা গেছে।

 

ছবি ক্যাপশন (১) বাঁশখালীতে পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।