আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বাঁশখালীতে মামলার বাদী ও সাক্ষীদের উপর হামলা

বাঁশখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৯:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় আবারো বাদী ও সাক্ষীদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার মামলার বাদী আমিন চৌধুরীর পরিবারের সদস্য ও মামলার সাক্ষী মৃত সৈয়দ আহমদের ৩ পুত্র জিয়াবুল হক (১৮), মোহাম্মদ ওসমান (২৮) ও নজরুল ইসলাম (২৬) আহত হয়েছে। গুরুতর আহত মোহাম্মদ ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার জালিয়াঘাটা মুন্সিরহাট নামক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থিত ইসমাইল, জাহাঙ্গীর, জসিম ও রশিদ আহমদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

আহতরা জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় এবং ওই মামলার সাক্ষী হওয়ায় এই হামলা চালানো হয়েছে। এর আগে আরো একবার বাদী আমিন চৌধুরীর ভাই মাওলানা বেলালের উপর হামলা করেছিল সন্ত্রাসীরা।