বাঁশখালী চাম্বল ডেপুটি ঘোনা এলাকার এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ঐ এলাকার বাদশা মিয়ার পুত্র জিয়াউর রহমার (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায় সে উপজেলা সদরে আস্করিয়া সড়কের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে আস্করিয়া সড়কেই বাসা ভাড়া ছিলেন। দীর্ঘদিন ধরে।
গত শনিবার রাত নয়টা নাগাদ স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে, বিষপান করলে স্থানীয়রা তাকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে দুই দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সেখানে সোমবার বিকেল চারটায় মৃত্যুবরণ করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯ টায় তাঁকে চট্টগ্রামের মেডিকেল কলেজের মর্গে পোস্টমর্টেমের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, আমি খবর পাওয়া পর তার বাড়িতে আমি পুলিশ পাটিয়েছি, তবে তার পরিবার বিষ খেয়ে মৃত্যুর কথা সিকার করেছে। তাকে মর্গে নেওয়া হয়েছ।