আজ রবিবার ১৬ জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

বাঁশখালীতে পুকুরে ডুবে আবির নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক বাঁশখালী : | প্রকাশের সময় : বুধবার ২২ মে ২০২৪ ০৭:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বুধবার (২২ মে)দুপুর ১ টার দিকে উপজেলার পৌরসভার উত্তর জলদী ৪  এলাকায় এ ঘটনা ঘটে। 

 

মারা যাওয়া আবির উত্তর জলদী ৪ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকার সিএনজি চালক আবু হামিদের পুত্র। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোন এক সময়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আবির। খোঁজাখুজি শুরু হলে পুকুরে  জুতা ভাসতে দেখা যায়। পরে  তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। 

 

 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, পানি পড়ে যাওয়া আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়। উল্লেখ্য 

একই দিন সকাল ৮ টায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মধুখালী ইসহাক মুন্সি বাড়ির  আব্দুল্লাহ আল মামুন ফয়সালের কন্যা শিশু রোমাইসা পুকুরে ডুবে মৃত্যু হয়।