আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পূর্ব বরৈয়া আন্নর আলী সিকদার হাটে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক করেন চশমা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেল। শনিবার রাতে তিনি সমর্থক ও এলাকাবাসী নিয়ে এ বৈঠক করেন। স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব, নুরুল আলম, শাহ জাহান চৌধুরী, ইমতিয়াক উদ্দিন চৌধুরী জুয়েল, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ চৌধুরী মন্টু প্রমুখ।
এত পদপ্রার্থী মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেল বলেন, উন্নয়নই হচ্ছে একজন জনপ্রতিনিধির প্রধান কাজ, সরকার সারা দেশের প্রত্যন্ত অঞ্চলকে আধুনিকায়ন করতে নানা কর্মসূচির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছে, কিন্তু দূর্ভাগ্যবশত বটতলী ইউনিয়নে এই উন্নয়নের ছোঁয়া লাগেনি। বটতলী ইউনিয়ন শাহ মোহসেন আউলিয়ার ইউনিয়ন, এখানে একজন মহান অলি শায়িত আছে, এ এলাকার মানুষের মর্যাদা সম্মান বিভিন্ন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করব। পাশাপাশি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে বটতলীকে যুক্ত করব। বটতলী হবে আনোয়ারার শ্রেষ্ট ইউনিয়ন।