আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ১১:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে

 বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কোরানখানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি  ছিলেন আনোয়ারা  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাফকো সি বি এ সভাপতি  জসিম উদ্দিন চৌধুরী। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী,  নুর মোহাম্মদ নুরু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ নাসির মিন্টু, উপজেলা যুবলীগের সদস্য রাশেদসহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি, সাধারণ  সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ  শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতারা।

সভায়  বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁর কন্যা বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে রুপান্তর করেছেন। কিন্ত রাজাকারের দোসররা এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে। রাজাকারের মৃত্যু হলে বঙ্গবন্ধুর খুনিদের মায়া কান্না হয়। সভায় বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দন্ডপ্রাপ্তদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।