আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড পৌরসভা ৫ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৩ জুলাই ২০২২ ০৭:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড পৌরসভার ৫ নং মহাদেবপুর ওয়ার্ড এর সম্মেলন সীতাকুণ্ড ডিগ্রী কলেজ হলরুমে ০২ জুলাই বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক মোঃ জুবায়ের চৌধুরীর সভাপতিত্বে এবং  বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন এর সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর এ কে এম তফজল হক। অতিথি ছিলেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুনীল বন্ধু নাথ। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ এবং বিশেষ বক্তা ছিলেন সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম চৌধুরী এপ্যেলো। 

 

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক দীপক কান্তি চৌধুরী, নির্বাহী আহ্বায়ক রবিউল হোসেন চৌধুরী, মজিবুর রহমান, আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্কান্দর হোসেন, সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, শামিমা আক্তার লাভলী, সৌরভ চৌধুরী, কামরুন্নাহার নীলু, হেলাল মাহমুদ, মোঃ হারুন, সপু কুমার দাশ, মোঃ জাহাঙ্গীর আলম, ইমরানুল হক, সুজিত পাল, সার্জেন্ট(অবঃ) জহুরুল ইসলাম, হেলাল মাহমুদ, ইমরানুল হক চৌধুরী ইমন, হুমায়ন মারুফ চৌধুরী, মোঃ জাকির হোসেন, আলমগীর, মোঃ ইকবাল, মোঃ ফারুখ হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। 

 

সম্মেলনে ইমরানুল হক চৌধুরী ইমনকে সভাপতি ও হুমায়ন মারুফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে প্রাথমিকভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ও ৭দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় সীতাকুণ্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জুবায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন।