থাইল্যান্ডকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চলমান নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। আসরটির প্রথম সেমিফাইনালে ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন ভারতের শেফালি ভার্মা।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে থাই ব্যাটাররা। সর্বোচ্চ ২১ রান করে করেন অধিনায়ক নারউয়েমল চাইওয়াই ও নাত্তায় বুছাত্থাম।
ভারতীয় বোলার দীপ্তি শর্মা সর্বোচ্চ ৩টি উইকেট পান। রাজেশ্বরী গায়কড় ২টি উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ভার্মার ২৮ বলে ৪২ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৩০ বলে ৩৬ রানে ভর করে ভালো সংগ্রহ পায় ভারত। এছাড়া ২৭ রান করেন জেমিমা রদ্রিগেস।
থাই বোলার সোরন্নারিন তিপ্পোচ ৩টি উইকেট পান।
আগামী ১৫ অক্টোবর একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
আজ আরেক সেমিতে খেলছে পাকিস্তান ও শ্রীলংকা। জয়ী দল ভারতের মুখোমখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।