আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির ঝংকার মোড়ে বাস থামিয়ে যানজট সৃষ্টি করায় চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ২ অগাস্ট ২০২৪ ০৭:১০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির নাজিরহাটে অনির্ধারিত স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালত। ২ আগষ্ট (শুক্রবার) দুপুরে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। দন্ডিত বাস চালক মো: আবুল কাসেম।

 

জানা যায়, নাজিরহাট ঝংকার মোড়ে নিত্য যানজট লেগে থাকে। ফলে উপজেলা প্রসাশন যানজট নিরসনে এ মোড়ে বাস দাঁড়ানোর স্থান নির্ধারণ করে। নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বাস চালক মোঃ আবুল কাশেমকে আটক করে। পরে তার দোষ স্বীকার করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন জানায়, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বাস চালককে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।