আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০৮:১৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধ গাছ বোঝাই নসিমন গাড়ির ধাক্কায় সাঈদ আনোয়ার বাবু(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ই নভেম্বর) দুপুরে উপজেলার সৈয়দ সৈয়দা উচ্চ বিদ্যালের দক্ষিণ পাশে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত বাবু নাজিরহাট পৌরসভার কুম্বারপাড়ার দায়েম চৌধুরী বাড়ির বাসিন্দা ইদ্রিস মিয়ার পুত্র। 

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি বাইক যাওয়ার সময় বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয় নসিমনটি। এতে বাইক আরোহী ঘটনাস্থলেই মৃত্যু বরণ মারা যায়।

 

 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, টমটম মোটরবাইক সংঘর্ষে বাইক আরোহী এক যুবক নিহত হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।