আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে পাঁচ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ১০:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালিয়ে পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধায় উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

 

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্রায় ৩০ কেজি দই, মিষ্টি ও ফিরনি জব্দ করে ধ্বংস করা হয়।

 

এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনী পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদানসহ পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।

 

অভিযানকালে সার্বিক সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বাজার পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।