আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে দু’গ্রুপের ‌সংঘর্ষে যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অগাস্ট ২০২৩ ০৩:৪৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়িতে দু’পক্ষে বিরোধের জের ধরে নয়ন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নং ওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টায় ধর্মপুর ইউনিয়নের আঁধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

 

একাধিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিরহাট অংশে ১৫-২০ জনকে নিয়ে গিয়েছিল নয়ন। এসময় দক্ষিণ খিরামের আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। 

এই কাঠ সংগ্রহ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপক্ষ নয়নকে ৩০ হাজার টাকার বিনিময়ে চলে যেতে বললে নয়ন রাজি হয়নি। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নয়ন নিহত হয়।

 

খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহত যুবক আমার এলাকার হলেও ঘটনাস্থল ধর্মপুর।

 

ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদ বলেন, রাতে ঘটনা শুনেছি। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে লাশ উদ্ধার করেছে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করা হয়েছে। দু’গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা হয়েছে বলে জেনেছি। পরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।