ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রসাশন। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে এ কমিটি কার্যক্রম স্থগিত করা হয়।
এর আগে, গত ৬ আগষ্ট ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২৫ বৌদ্ধ বিহারের সভাপতি-সাধারণ সম্পাদকরা ইউএনও বরাবরে একটি স্মারকলিপি দেন। এ স্মারকলিপি প্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনা করে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ পরিচালনা কমিটির সকল কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত হয়।
স্মারকলিপি সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ" নাম দিয়ে গুটি কয়েক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য উপজেলা পর্যায়ে মনগড়া পকেট কমিটি গঠন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা বৌদ্ধ সমাজ কোন অবস্তাতেই মেনে নিতে পারে না। কমিটি গঠনের নামে স্বার্থান্বেসী মহলের এহেন অবৈধ তৎপরতা রুখে দিতে অংশগ্রহণমুলক গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন ২৫ বৌদ্ধ বিহারের নেতৃবৃন্দ।