আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

পয়েন্ট খোয়াল বার্সেলোনা

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১৭ এপ্রিল ২০২৩ ০৯:১২:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

লা লিগায় উড়তে থাকা বার্সেলোনা এবার মাটিতে নামল। রবিবার গেতাফের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। 

আগের রাউন্ডেই জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল দলটি। এর আগে কোপা দেল রে'র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল হজম করেছিল বার্সা।

তবে পয়েন্ট হারালেও এখনও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট তাদের।  ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

বার্সা থেকে গেতাফেতে ৫০৬ কিলোমিটার রেলভ্রমণ করে দলটি। আর এই সিদ্ধান্তের ফল ভালো হয়নি। ধকল সামলে ঘুরে দাঁড়াতে পারেনি কাতালান জায়ান্টরা।

তবে ম্যাচে ৬৬ শতাংশ বল ছিল বার্সার নিয়ন্ত্রণে। তবে আক্রমণ জমেনি। আট শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে তিন শট নিয়ে একটি লক্ষ্যে রাখে গেতাফে।