আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর দুপুর ১২ টায় আনোয়ারার কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্্েযাগে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে সফল করতে রায়পুর ইউনিয়ন থেকে পাঁচ হাজার মানুষের মিছিল নিয়ে জনসভায় যোগদানের লক্ষে বিভিন্ন ওয়ার্ডে রাত-দিন বর্ধিত সভা ও উঠন বৈঠক করছে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ। শনিবার রাতে পূর্বগহিরা ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় অমিন শরীফ বলেন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় আনোয়ারায় সব চেয়ে বড় বরাদ্ধের কাজ উপকূলীয় স্থায়ী বেড়িবাঁধ নির্মান করেছে শেখ হাসিনার সরকার। প্রতিটি বাড়ি ঘরের গ্রামীণ সড়কও পাকা করে দেওয়া হয়েছে। এখন টানেল উদ্বোধনের পর রায়পুর ইউনিয়নের উপর দিয়ে মেরিন ড্রাইব সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে। উপকূলের অবহেলিত এলাকাকে আদর্শ এলাকায় রূপ দিচ্ছে সরকার। তাই ২৮ তারিখের প্রধানমন্ত্রীর জনসভায় সবচেয়ে বেশি লোকসমাগম হবে রায়পুর ইউনিয়ন থেকে। এই জনসভা স্মরণ করে রাখবে রায়পুরবাসী।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন,সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ, আওয়ামীলীগ নেতা মো. ইসমাইল, শফি সাওদাগর, জকু মাঝি, মো. আলী, মোজাম্মেল হক, যুবলীগ নেতা আনিসুর রহমান জনি, ছাত্রলীগ নেতা আনচার উদ্দিন আজাদ ও মো. আলম নুর প্রমুখ।