আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বটতলী আওয়ামীলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ২২ অক্টোবর ২০২৩ ০১:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন আনোয়ারায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এক স্বাগতমিছিল করেছেন বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ। পরে ২৮ অক্টোবর দক্ষিণ জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। ইউনিয়র আওয়ামীলীগে সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএ মালেক, সদস্য আহামদ ছোবাহান,মাহতাব উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী,নুর মোহাম্মদ নুরু, নিজাম উদ্দিন মাসুদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা।

সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করা হয়।