চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ২০ জানুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। প্রথমদিন সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯ পদের বিপরীতে ৩৬ টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলে সমিতির ২০২২ কার্যকারী পরিষদের নির্বাচন সংক্রান্ত গঠিত নির্বাচন কমিশনার সূত্রে জানাযায়।সূত্রে আরও জানাযায় ২০-২৩ জানুয়ারি মনোনয়ন সংগ্রহ ও জমাদান।২৪ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ।২৫ জানুয়ারি মনোনয়ন সংক্রান্ত আপত্তি শুনানি ও সিন্ধান্ত ঘোষণা। ২৭ শে জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার।২৮ শে জানুয়ারি চুড়ান্ত তালিকা এবং ১০ ই ফেব্রুয়ারী ভোটের দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে রেজাউল করিম চৌধুরী,মো.মুজিবুর রহমান ফারুক,শংকর প্রসাদ দে,মো. নুরুদ্দিন চৌধুরী আরিফ ও হায়দার মো. সোলায়মানকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনা গঠন করা হয়েছে। তারা জানান সঠিক ও নিরেপক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সকল প্রস্তুতি হাতে নিয়েছেন।