আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

পোল্যান্ডের জয়ের পর যেমন হলো আর্জেন্টিনার শেষ ষোলোয় ওঠার সমীকরণ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৬ নভেম্বর ২০২২ ০৯:৩৮:০০ অপরাহ্ন | খেলাধুলা

তবে আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিপক্ষে জয় পায়, তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। মেক্সিকোর পয়েন্ট থাকবে ১। পয়েন্ট তালিকার অন্য দুই দল সৌদি আরব ও পোল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ৩ ও ৪।

জেতার বিকল্প নেই মেসিদের সামনে জেতার বিকল্প নেই মেসিদের সামনে ছবি: এএফপি

তখন এই গ্রুপে ম্যাচ বাকি থাকবে দুটি। আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। আর মেক্সিকোর ম্যাচ সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব সে ম্যাচে না হারলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে মেক্সিকো জিতলে বাদ পড়বে আরব দেশটি, পরের রাউন্ডে যাবে মেক্সিকো।

অন্য ম্যাচে পোল্যান্ড যদি মেসিদের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে লেভানডফস্কিরা পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তবে আর্জেন্টিনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে আর্জেন্টিনা।