আগামীর লোহাগাড়ার" উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) দিন ব্যাপী লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে চুনতি হোটেল মিডওয়ে ইন হল রুমে লোহাগাড়া, সাতকানিয়া,লামা, চকরিয়া, চন্দনাইশ, পেকুয়া,নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে ও সহ-সভাপতি রায়হান সিকদার এবং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা, ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও দেশসেরা রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান সকদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্ণধার নূরে ইয়াসমিন ফাতিমা।
বক্তব্যে তিনি বলেন, আমি রাজনীতি করি না এবং রাজনীতিবিদও নয়। লোহাগাড়ার আপামর জনসাধারণের পাশে ছিলাম, আছি, থাকতে চাই! আমি লোহাগাড়ার যেকোন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। এলাকার উন্নয়নে, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে অনেক ভাল লাগে। লোহাগাড়ার সামাজিক কর্মকান্ড গুলোতে নিজেকে সম্পৃক্ত রাখবো। এলাকার অসহায় মানুষের পাশে থাকবো। জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়ন করা যায়। তিনি আরও বলেন, লোহাগাড়ার সকল সাংবাদিকদের যেকোনো কাজে আমাকে পাশে পাবেন। আমি সাংবাদিকদের সাথে থাকতে চাই। এদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। সাংবাদিকরা এদেশের উন্নয়নে কাজ করে থাকেন। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চিত্রগুলো তুলে ধরে থাকেন সাংবাদিকরা। লোহাগাড়ার দুর্নীতি,অনিয়ম গুলো বুকে সাহস নিয়ে পত্রিকায়, অনলাইনে তুলে ধরবেন। আপনারাই পারেন সমাজকে সুন্দর রাখতে এবং সমাজের অন্যায় অনিয়মগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরতে।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া সাংবাদিক সমিতির উপদেষ্টা ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, নুরুল ইসলাম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশসেরা রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান সাদ গ্রুপের ডিএমডি শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা এসব কথ তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, এডভোকেট তাহমিনা আকতার চৌধুরী, পীরে কামেল হযরত হযরত মাওলানা গোলাম রসুল কমরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এমএম আহমদ মনির, লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব।
সভায় বক্তব্যে রাখেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, পেকুয়ার গিয়াস উদ্দিন, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, চকরিয়া প্রেসক্লাব সভাপতি জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ, সাধারন সম্পাদক মিছবাউল হক, নাইক্ষনছড়ি,র আবদুর রশিদ,চন্দনাইস সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি কামরুদ্দিন,
সাধারন সম্পাদক খালেদ রায়হান,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ ইলিয়াছ, সাংবাদিক কাইছার হামিদ প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় লোহাগাড়া সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদি, অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য তাহমিদ আলম কাউছার, তওহিদুল ইসলাম কায়রুসহ জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং লোহাগাড়া, সাতকানিয়া, লামা, চককিয়া,পেকুয়া, নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মধ্যহ্নভোজ ও উপস্থিত সাংবাদিক এবং অতিথিদের জন্য শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমার পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।