আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
শান্তি—সৌহার্দ্যপূর্ন পরিবেশে দুর্গাপূজা পালন নিশ্চিতকরণে তৎপর সেনাবাহিনী

পূজামন্ডপ পরিদর্শনে টাস্কফোর্স-৪ কমাণ্ডার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ১০:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স—৪ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি বলেছেন, শান্তি—সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। কোথাও নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সেনা সদস্যরা কঠোর হাতে দমন করবে। বৃহষ্পতিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপগুলো পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। পরিদর্শনের শুরুতে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান ১৬২ পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কমান্ডার  মহোদয়কে অবহিত করেন।

 

মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন টাস্কফোর্স—৪ এর কর্নেল মোহাম্মদ এমরান ইসলাম ভূঁইয়া, রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব, ক্যাপ্টেন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আনসার—ভিডিপির কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।

মন্ডপ পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স—৪ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি পূজামন্ডপ কমিটির সাথে কথা বলেন। পাশাপাশি পূজামন্ডপ-এর নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার—ভিডিপির সদস্যদের উপস্থিতিও তদারকি করেন।  টাস্কফোর্স—৪ কমান্ডার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।

 

ছবির ক্যাপশন— রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স—৪ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি