চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে (চট্টগ্রাম-১৫) সাংসদীয় আসনের সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর পক্ষে থেকে শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে
বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, পুটিবিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পিয়ার মিয়া, আবুল হাসেম, আব্দুর রশিদ, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাইছার হাসান বাপ্পী, পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সভাপতি আ.স.ম দিদারুল আলম, সাধারণ সম্পাদক- সেলিম উদ্দিন, গৌরস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ জিহানুর রহমান চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী বলেন, করোনা কালে এমপি মহোদয সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের পাশে ছিল। ঠিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ লোহাগাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রান সহায়তা ও নগদ টাকা বিতরণ করেছেন। এই সহায়তা চলমান থাকবে বলেও জানান তিনি।