আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

পিটার হাসকে হুমকি : আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ সোহেল রানা, স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ০৬:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

রাজধানী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে জনসম্মুখে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের আলোচিত 

বর্তমান, চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন

এম এ হাশেম রাজু।

বুধবার ২৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত  মো. সালাউদ্দিনের কোর্টে মামলাটির আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

মামলার অন্যান্য  বিবাদীরা হলেন– কক্সবাজার জেলার আওতাধীন  মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।