আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

পারকী লুসাই পার্ক এন্ড রিসোর্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করছেন কুতুব শরীফ দরবারের সাহেবজাদা মাওলানা মনিরুল মান্নান

আনোয়ারা উপজেলার পর্যটন এলাকা পারকী সমুদ্র সৈকতে আধুনিক মানের রেষ্টুরেন্ট পারকী লুসাই পার্ক এন্ড রিসোর্টের উদ্বোধন  করা হয়েছে। শুক্রবার বিকালে লুসাই পার্ক এন্ড রিসোর্টের মাঠে আলোচনা  সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন কুতুব শরীফ দরবারের সাহেবজাদা মাওলানা মনিরুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন লুসাই  পার্কের ব্যবস্থাপনা পরিচালক আকবর খান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফজলুল হক, ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, লুসাই পার্কের চেয়ারম্যান সাইদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদুজ্জামান ও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ নতুন অঙ্গিকে নতুন বাংলাদেশে নতুন ব্যবস্থাপনায় এই লুসাই পার্ক পরিচালিত হবে। লুসাই  পার্কের বর্তমান ম্যানেজমেন্ট এই পার্ককে একটি উন্নত ও আধুনিক  সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। যাতে থাকবে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা  ব্যবস্থা।    

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা মনিরুল মান্নান।