আজ রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

পর্যটকদের ছবি তুলতে বাধ্য করায় ৬ জনের ক্যামেরা জব্দ

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শনিবার ৩০ জুলাই ২০২২ ০৮:১৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে বাধ্য করার অভিযোগে ৬ ফটোগ্রাফারের ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। 

 

শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে সুগন্ধা পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। 

 

এ সময় অশোভন আচরণের জন্য ফটোগ্রাফারদের সতর্ক করা হয়েছে। 

 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, কিছু ফটোগ্রাফার রাস্তা থেকেই পর্যটকদের অনুসরণ ও ছবি তুলতে বাধ্য করে। অথচ এ ব্যাপারে তাদের নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবু কিছু ফটোগ্রাফার তা মানছে না। 

 

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর।