পটিয়ার ইন্দ্রপুল এলাকায় একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ইন্দ্রপুল এলাকায় সিরাজুল ইসলামের মালিকানাধীন লবণ কারখানায় আগুন লাগে। ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।