আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

নিখোঁজের ১১ দিন পরও সন্ধান মেলেনি চন্দনাইশের প্রতিবন্ধী কিশোরের

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০৩:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী কিশোর অজয় হোড়ের (১৬)। অজয় উপজেলার বরকল ইউনিয়নের কোলালডাঙ্গা গ্রামের মিন্টু হোড়ের ছেলে। এ ব্যাপারে অজয়ের মা মায়াসী হোড় থানায় একটি নিখোঁজ  ডায়েরি করেছেন।

জানা যায়, উপজেলার বরকল  ইউনিয়নের কোলালডাঙ্গা গ্রামের অজয় হোড় নামে এক প্রতিবন্ধী( বোবা ও কালা) গত ২৮ জানুয়ারি বিকালে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেনি। অজয়ের আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও কোথাও পায়নি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারb হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পরনে ছিল গোলাপি শার্ট, কালো জিন্স প্যান্ট ও কালো  রঙের জ্যাকেট'।