২৯ জুলাই শনিবার সকাল ১১টার সময় কক্সবাজার ৩৪ বিজিবি অধীনস্থ রেজু আমতলী বিওপির স্পেশাল টহল কমান্ডার নায়েক নূর মোহাম্মদ এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি থেকে পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৯ থেকে পশ্চিম-উত্তর কোনে। হাঙ্গর ঘোনার দক্ষিন পাড়া শিবু বড়ুয়ার দোকানে সামনের স্থানে থেকে একটি সিএনজি তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১টি সিএনজি, ১ টি ঙচচঙ মোবাইল সহ ১ জনকে আটক করা হয় আটক হওয়া ব্যাক্তির নাম মোঃ জামাল উদ্দিন (১৯),পিতা মৃত কবির আহাম্মদ সাং বাইশফাঁড়ি নাইক্ষ্যংছড়ি।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের সীমান্তের কিছু দুর্গম পয়েন্ট দিয়ে পাশ্ববর্তী মিয়ানমার থেকে সল্প দামে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে স্থানীয় সংশ্লিষ্ট প্রসাসনের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন জায়গাতে পাছার করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধভাবে আসা চোরাই পণ্য এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।