নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ের ছাগলখাইয়তে পারিবারিক কলহে গৃহবধূর অপমৃত্যু হয়েছে।
২৯ জুলাই শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ১ম পক্ষ ও মৃত ব্যক্তির স্ত্রী সুলতানা রাজিয়া (২২) পিতা- আবুল হোসেন, সাং- সুখমনিয়া,৪ নং ওয়ার্ড, রামু, কক্সবাজার। ২য় পক্ষ স্বামী- তামজিমুল ইসলাম, পিতা- মো: হাশেম সাং- ছাগলখাইয়া, ১ নং ওয়ার্ড, দোছড়ি, নাইক্ষ্যংছড়ি, স্বামী ও স্ত্রী দীর্ঘদিন যাবত পারিবারিক নানা বিষয় নিয়ে কথা-কাটাকাটি, ঝগড়াঝাটি ও মারামারি হয়ে আসছিলো আসছিল প্রতিনিয়ত।গত ২৮ জুলাই পারিবারিক বিষয় নিয়ে কথাকাটির এক পর্যায়ে সুলতানার গায়ে হাত তুললে সুলতানা রাজিয়া অচেতন অবস্থায় পরে থাকে স্বামী-তামজিমুল ইসলাম আনুমানিক রাত ১টার সময় সড়কপথে বাইশারী ঈদগাহ রোড হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থান অদ্য ২৯/জুলাই সকাল ৭টা ৩০ মিনিটের সময় তিনি মারা যান। পরে নিকটস্থ থানার কক্সবাজার সদর থানার পুলিশ কর্তৃক পোস্টমটেম করার পর আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় ১ম পক্ষ ও মৃত ব্যক্তির স্ত্রী সুলতানা রাজিয়া পিতা- আবুল হোসেন পিতা, সাং- সুখমনিয়া,৪ নং ওয়ার্ড, রামু কক্সবাজার লাশ নিয়ে আসা হয় এবং নিহত রাজিয়ার পরিবার পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করবেন বলে জানা যায়।