আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ৭দোকান পুড়ে ছাই,কোটি টাকা ক্ষয়ক্ষতি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১২ জুলাই ২০২৩ ১২:২৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

নাইক্ষ্যংছড়ি  উপজেলা সদর ইউনিয়নের  কলেজ গেইট মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময়ে গুরুত্বর আহত হয়েছে কয়েকজন ।

বুধবার (১২জুলাই ) দিবাগত রাত সাড়ে ৩ টায় সংগঠিত এ অগ্নিকান্ডে এসব দোকান পুড়ে গেছে। অন্যদিকে এ অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।  ব্যবসায়ীরা জানান আব্দুর শুক্কুর এর দোকান থেকে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লিলা শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

তৎক্ষনাৎ স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে রামু চাবাগান থেকে ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা ভোর সাড়ে ৪টা দিকে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

ভোর ৪ টায় নাইক্ষ্যংছড়ি থানা'র পুলিশ  অফিসার ফখুরুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্হানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর   মহিউদ্দিন,নায়েক সুবেদার বিল্লাল হোসেন ও নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।