আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

নদী পাড়ের শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৪ নভেম্বর ২০২২ ০৮:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

কখনও জোয়ার, কখনও ভাটা, কখনো রোদ, কখনও বৃষ্টি বা কখনও কনকনে শীত সব মিলিয়ে নদী পাড়ের শিশুরা জন্ম থেকেই সংগ্রাম করে বেড়ে উঠে। স্কুলের চৌকাঠ পেরোনোর সুযোগ না থাকলেও নদীর এপার ওপার সীমারেখা অতিক্রম করে এরা বহুবার। তবে নদীর জোয়ার-ভাটার সাথে তাল মেলাতে পারলেও সভ্য সমাজের অন্য দশ জন শিশুর মতো তাল মিলিয়ে চলতে পারেনা এরা। সমাজ ব্যবস্থার সাথে রয়েছে এদের রক্তের বন্ধন, রয়েছে জীবন জীবিকার সংযোগ। তবুও নদী পাড়ের শিশুদের ছোঁয়া লাগেনে সভ্যতার, বেড়ে ওঠার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এরা। এরকম শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যাহ্নভোজের আয়োজন করেছে প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে শুক্রবার ( ৩ নভেম্বর) দক্ষিণ ঘাটচেক ইছামতী নদী পাড়ের শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের পাশাপাশি বিভিন্ন আনন্দ আয়োজন মেতে উঠে রাঙ্গুনিয়া বন্ধুসভা শাখার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি মঈনুল ইসলাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী, সুকন্যা বিশ্বাস প্রান্তিকা, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কায়সার, অর্থ সম্পাদক সুজন কান্তি দাশ, দপ্তর সম্পাদক জাওয়াদ হোসেন সেজান, প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন নয়ন, প্রশিক্ষণ সম্পাদক মান্না বড়ুয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. হোসাইন উদ্দিন, সদস্য তাহসিন উদ্দিন কোরাইশী, আরিকা সুলতান, মনিশা রাহা, তূর্ণা দাশ, রবিউল মোস্তফা, হাসান রাব্বি, মো. জিসাত, রায়হান প্রমুখ।