আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

দোহাজারীতে দরিদ্র শীতার্তদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে কম্বল বিতরণ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৮ জানুয়ারী ২০২২ ০৬:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী রামকৃষ্ণ সেবাশ্রমে ওই এলাকার শতাধিক গরিব অসহায় অনাথ ও হতদরিদ্রদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে।

 

 শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গ্রাম ডাঃ সুনীল কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। উদ্ভোধক ছিলেন দেবাশীষ বিশ্বাস।

 

শিক্ষক রূপক কান্তি ঘোষের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমেঃ- আহসান ফারুক, সাধন সুশীল, সমাজ সেবক নেপাল সরকার, বাংলা টিভি ওমান প্রতিনিধি সাংবাদিক পলাশ শীল, মিল্টন বিকাশ দাশ, মিলন বড়ুয়া, সনজিত চক্রবর্তী, প্রবীন দাশ সুমন, বিকাশ দাশ প্রমুখ।