মাঘের শীতে কাঁপছে দেশ। প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষ। শীতবস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার আলহাজ্ব আফজল মিয়া স্মৃতি ফাউন্ডেশন। ২১ জানুয়ারি (শনিবার) দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. মনচুর আলী (ফয়সাল) এর অর্থায়নে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রসঙ্গত, এ বছর সংগঠনরে পক্ষ থেকে কয়েকশত দুস্থকে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মাম্মদ, হাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মো. আমিন ও চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রনি কান্তি দে প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মনচুর আলী (ফয়সাল) বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা সামন্যতম কষ্ট করবেন, তা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করার জন্য এই ক্ষুদ্র উপহার নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সবার দোয়া পেলে আরোও বৃহৎ পরিসরে সকলের জন্য কাজ করার ইচ্ছা আছে জানান।