দক্ষিণ চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হাজারী টাওয়ারের ২য় তলায় ২টি বুথের মাধ্যমে শনিবার সকাল ১০টা থেকে ভোট শুরু হয়ে বিরতীহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ২১৩ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২০৯জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৪৪ ভোটে আনারস প্রতীক নিয়ে মোঃ সোলায়মান সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চেয়ার প্রতীকে কাজী হাসান উল্লাহ ৬৩ ভোট পান। সহ-সভাপতি হিসেবে করিমুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ১২৪ ভোট পেয়ে ১ম বিজয়ী, মোহাম্মদ সেলিম জাবেদ টেলিভিশন প্রতীকে ৯৩ ভোট পেয়ে ২য় বিজয়ী নির্বাচিত হন।
১০৭ ভোট পেয়ে হরিণ প্রতীকে মোঃ ওয়াসিম সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হারিকেন প্রতীকে মোঃ মোছলেহ উদ্দীন সাঈদি ১০০ ভোট পান। যুগ্ন সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন ১ম বিজয়ী, মোঃ রিয়াদ ২য় বিজয়ী। অর্থ সম্পাদক পদে মোঃ মামুনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক পদে জাহেদুল কবির রাসেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ হানিফ,সহ-সাংগঠনিক পদে মোঃ আনছুর আলী,সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ পেঠান, দপ্তর সম্পাদক পদে জাফর আহমদ বিজয়ী হয়।
নির্বাচন কমিশনার হিসেবে এক্সিম ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক আ.ন.ম নাছির উদ্দীন, আল-আরাফা ইসলামী ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক ওসমান ফারুক এবং নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তীর মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহেদুল ইসলাম। সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামল কান্তি সুশীল ও মো. শাহাবুদ্দিন।
পোলিং অফিসার ছিলেন মো. সাইফুল ইসলাম মজুমদার, নিউটন দে, মাহমুদুল হাসান, মো. ইলিয়াছ। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া। এছাড়া দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন। । এ ছাড়া অন্যান্যদের মধ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন, হাজারী মার্কেট ও হাজারী টাওয়ারের স্বত্বাধিকারী এড. তুষার সিংহ হাজারী মানিক, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম,খাঁনপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শামসুদ্দীন সুপার মার্কেটের সভাপতি বাহাদুর ইসলাম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, সাধারন সম্পাদক কমরুদ্দীনসহ সাংবাদিকবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।