আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

দোহাজারী পৌরসভায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ১১:২৯:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার  হযরত গাজী শাহ্ (রহঃ) একতা সংঘের আয়োজনে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন। 

 

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ও দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু।

প্রধান অতিথির বক্তব্যে এম.ফয়েজ আহমদ টিপু বলেন,  মন ও শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধূলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প কিছু নেই। খেলাধূলা আমাদের উভয় জিনিসেরই উন্নতি সাধন করে। শৃঙখলা, ভাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধূলা অনেক বেশি অবদান রাখে। শিশুকাল থেকে খেলাধূলার অভ্যাস একজন মানুষকে সব সময় সতেজ ও আনন্দমুখর থাকতে সহায়তা করে। খেলাধুলা মানেই শরীরচর্চা আর নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়।

পূর্ব দোহাজারী মানব কল্যাণ সংগঠনের আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক খোরশেদ আলম, আলী আকবর বাবুর্চি,  আব্দুল হাকিম, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনজুর আলম, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তালেব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাহান, হারুন, মোরশেদ, আব্দুর রহিম, রুবেল, নাজিম, মাহবুব আলম প্রমূখ।

উদ্বোধনী খেলায় আমরা আলোর পাখি ফুটবল একাদশকে হারিয়ে স্বপ্নের আলো একতা সংঘ ১-০ গোলে জয়লাভ করে। আয়াজ বিজয়ী দলের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।