আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

দুস্থদের মাঝে রামু ১০ পদাতিক ডিভিশনের চিকিৎসা সহায়তা প্রদান

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ ০৮:১৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ  চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। এসময় উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।  

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের  শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।