আজ রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২ ১২:২০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

আর্তমানবতার সেবায় দুস্থ ও গরিবদের চিকিৎসা সহায়তা প্রদান বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের (বাহিফা) অন্যতম উদ্দেশ্য। বিরাজমান বৈশ্বিক অতিমারি পরিস্থিতিতে যার যার সাধ্যমত দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

নগরের মোমিন রোডের মৈত্রী ভবন মিলনায়তনে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্বনাথ দত্ত, উৎপল দাশ ও অভি চক্রবর্তীকে চিকিৎসা সহায়তার অর্থ প্রদানকালে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন নেতারা এ কথা বলেন।  

এ সময় শিউলী মজুমদার, পূর্ণিমা রানী দেবী, প্রিংয়াকা চক্রবর্তী, ঋতিকা দাশ ও মুক্তা সরকারের অভিভাবকের হাতে বিয়ের অনুদানের অর্থ দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিফার সাবেক মহাসচিব শ্যামল কুমার পালিত, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, দফতর সচিব বিকাশ মজুমদার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব প্রমুখ।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়