চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিরিন আকতার নামের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ ২লাখ ২৮ হাজার টাকা, ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা।
গত মঙ্গলবার (১৮ই জুলাই ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক হাবিব ভবনের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।
শিরিন আকতার উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
শিক্ষিকা শিরিন আক্তার বলেন, মঙ্গলবার সকালে আমি বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাই, স্বামী ওনার নিজের বাড়ি বাঁশখালী চলে যায় কাজে এবং মেয়ে কলেজে যাই বাসায় তালাবদ্ধ করে।
দুপুর ২টার দিকে আমার মেয়ে কলেজ থেকে এসে বাসার ভেতরে প্রবেশ করে দেখে ঘরের সব এলোমেলো। স্টিলের আলমারি ভাঙা, মেয়ের বিয়ের জন্য কিনা দামি দামি শাড়িসহ কিছুই নেই।
তিনি আরও বলেন, খবর পেয়ে বাড়িতে এসে দেখি গত পরশু কিস্তি নেওয়া ও আমার বেতনের আলমারিতে রাখা ২লাখ ২৮ হাজার টাকা, আমার ও মেয়ের বিয়ের জন্য রাখা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নেই। বিষয়টি থানায় জানানো হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।