আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১
কমিটি বিলুপ্ত ঘোষণার কেন্দ্রীয় কমিটির নোটিশ

দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত,আনোয়ারায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কেন্দ্রী ছাত্রলীগ। বুধাবর দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে মঙ্গলবার রাতে সদ্য ঘোষিত বাঁশখালী উপজেলা ছাত্রলীগ,বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ, আলাওল সরকারী কলেজ ছাত্রলীগ ও সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রী ছাত্রলীগ। কমিটি ঘোষণার ১৮ ঘন্টার মধ্যে বাঁশখালী ও সাতকানিয়ার এসব শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করায় নানা গুঞ্জন চলছে সংগঠনের নেতা কর্মীদের মাঝে।

এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার খবর প্রচার হলে বিভিন্ন স্থানে ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা মিছিল ও মিষ্টি বিতরণ করেন। আনোয়ারা উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। বিকালে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল উপজেলার চাতরী চৌমহনী বাজার প্রদক্ষিণ করে। এসময় মিছিলে নেতৃত্বদেন বিলুপ্ত কমিটির সহ সভাপতি ও আনোয়ারা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মো:ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা বাবলু রাজ ,শহিদ আনোয়ার  মো. শাকিল মো. মিজান, হৃদয় আইচ মো. নোমান,হাবিবুর রহমান  মো. ফয়সাল মো. আসিফ ও  সাজ্জাদুল আলম। মিছিল শেষে তারা মিষ্টি বিতরণ করেন।

কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, কেন্দ্রী ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তের বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে কি কারনে কমিটি বিলুপ্ত করেছেন তা আমার জানা নেই।

উল্লেখ্য গত ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর দক্ষিণ জেলা ছাত্রলীগের এই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর দক্ষিণ জেলা ছাত্রলীগের অধিনস্থ বিভিন্ন উপজেলা ,পৌরসভা ও কলেজ কমিটি গঠন নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার ঝড় উঠে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে।