আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

তথ্য ফাঁসের তদন্ত প্রতিবেদনের আগে যা বললেন পলক

Author Thedaily Shangu | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০৬:১৬:০০ অপরাহ্ন | জাতীয়

দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতায় জন্মনিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে বলে আবারও জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।

গেল ২৭ জুন আকস্মিকভাবে সরকারের জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে লাখো নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি জানাজানি হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় নড়েচড়ে বসে সরকার। গঠন করা হয় তদন্ত কমিটি।

 

সোমবার (২৪ জুলাই) তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

 

তবে তার আগে শনিবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জানান, জনগণের সামনে তুলে ধরার আগে তদন্ত প্রতিবেদনের চুলচেরা বিশ্লেষণ চলছে। নিরূপণ করা হচ্ছে কার কতটা দায়।

 

এদিকে, তথ্য ফাঁসের ঘটনার পর সরকারের ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্তদের সাইবার নিরাপত্তায় ‘সার্ট টিম’ গঠনের নির্দেশ দেয়া হয়। তবে সাতদিন পেরিয়ে গেলেও কেউ নির্দেশনা বাস্তবায়ন করেছে এমন তথ্য জানাতে পারেননি প্রতিমন্ত্রী।

 

 

এছাড়া ঝুঁকিপূর্ণ আরও তিনটি গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোকে এখনো শতভাগ ঝুঁকিমুক্ত করা যায়নি বলেও জানান জুনাইদ আহমেদ পলক।