আজ বৃহস্পতিবার ৪ জুলাই ২০২৪, ২০শে আষাঢ় ১৪৩১

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২ জুলাই ২০২৪ ০২:১৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

টানা তিন দিনের বৃষ্টিতে নগরে বেড়েছে জনদুর্ভোগ। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

টানা বৃষ্টি হওয়ায় এখনো নগরের বিভিন্ন এলাকায় জমে রয়েছে পানি।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে।

 

সেইসঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উপকূলীয় এলাকা ও বন্দরগুলোর ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আরও ২-৩ দিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।  

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে তিন দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।  

 

এদিকে টানা বৃষ্টিতে নগরের বাকলিয়া, চান্দগাঁও কাপাসগোলা, হালিশহর সহ বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের অলিগলির রাস্তায় জমে রয়েছে পানি। এতে নগরবাসীর বেড়েছে দুর্ভোগ। টানা বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। রাস্তায় গণপরিবহন চলাচল করলেও রিকশা-সিনজি অটোরিকশায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অফিসগামী যাত্রীদের। অনেকে আবার কাকভেজা হয়ে অফিসে পৌঁছান।  



সবচেয়ে জনপ্রিয়