চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন সাতকানিয়ায় উপজেলায় উন্নয়ন বরাদ্দপত্র স্ব স্ব কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল ৬ এপ্রিল )বৃৃহস্পতিবার দিনব্যাপী উক্ত কার্যক্রম পরিচালিত হয়।সাতকানিয়া আসন হতে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবদুল আলীম উক্ত প্রকল্প গুলো কমিটির হাতে হস্তান্তর করেন। জানাযায় উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সড়ক ব্রীক সলিং ও মসজিদের উন্নয়ন কাজ রয়েছে।প্রকল্পগুলোর মধ্যে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সওদাগর পাড়া জামে মসজিদে পুকুর ঘাট নির্মাণ কাজে ১ লক্ষ ৫০ হাজার টাকা,৭ নং ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদের উন্নয়নকাজে ২ লক্ষ টাকা ও শাহ আবদুল আলীম ফকির জামে মসজিদের উন্নয়নকাজে ৩ লক্ষ টাকা, সাতকানিয়া শাহী জামে মসজিদের নির্মান কাজে উন্নয়নে ২ লক্ষ টাকা,সোনাকানিয়া ৪ নাম্বার ওয়ার্ডের নসির পুকুর পশ্চিম পাড় হতে উত্তর ব্রীজ পর্যন্ত সড়ক ব্রীক সলিং কাজে ৩ লক্ষ টাকা,পুরানগড় ৭ নং ওয়ার্ডের নাজিরপাড়া কবরস্থান সড়ক ব্রীক সলিং কাজে ১ লক্ষ টাকা,সোনাকানিয়া ৮ নং ওয়ার্ডের মেম্বার পাড়া হতে ফকির পাড়া পর্যন্ত ব্রীক সলিং কাজে ১ লক্ষ টাকা,রঙ্গিন পাড়া আলতাপ মিয়ার বাড়ি হতে আছহাব মিয়ার বাড়ি পর্যন্ত সলিং কাজে ১ লক্ষ টাকা,কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালাসি পুকুর জামে মসজিদ সড়ক উন্নয়নকাজে ২ লক্ষ টাকা,সোনাকানিয়া ২ নং ওয়ার্ডের সাইরতলি পাড়া মোল্লাবর বাড়ি সড়ক ১লক্ষ ৫০ হাজার টাকা,কুতুব উদ্দীন চৌধরীর বাড়ির পিছনের সড়ক উন্নয়ন ২ লক্ষ টাকার বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবদুল আলীম উক্ত প্রকল্প গুলো কমিটির হাতে হস্তান্তর করেন। জানতে চাইলে জেলা পরিষদ সদস্য আবদুল আলীম বলেন,বিগত ২ দিন ধরে এলাকায় গিয়ে প্রকল্পগুলো সংশ্লিষ্ট কমিটির নিকট হস্তান্তর করি।এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজকে যুক্ত করতে পেরে তিনি ধন্য মনে করছেন।