আজ শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

জামায়াতেরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ০৮:১২:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির ঘোষণার পর এবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিবৃতিতে জামায়াত তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে  শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। সেইসঙ্গে ৫ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দলটি।

 

এর আগে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধে সারাদেশে কর্মসূচি পালন করে জামায়াত।