আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
আহলে সুন্নাতের বিবৃতি

জাতীয় মসজিদের খতিব অধ্যাপক সালাহ উদ্দিনের ইন্তিকালে আহলে সুন্নাতের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ১০:২০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, বলিষ্ট আলেমেদ্বীন, শিক্ষাবীদ  আল্লামা অধ্যাপক  সালাহ উদ্দিন ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস, আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, কো-চেয়ারম্যান  অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী, শাইখুল হাদীস ও কো-চেয়ারম্যান আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, কো- চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ শাহ, ড. আল্লামা আফজাল হোসাইন, কো- চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, স্টান্ডিং কমিটির সদস্য  বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, এম এ মতিন, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ রেজভী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, ডঃ মাওলানা হাফেজ হাফিজুর রহমান, মাওলানা এ এ এম জুবাইর রজভী, আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী,  কাজী মুহাম্মদ মোবারক হোসাইন ফরায়জী, মুফতি জসিম উদ্দিন আলআজহারী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী, ও অর্থ সচিব এডভোকেট সৈয়দ মুখতার আহমদ  সিদ্দিকী প্রমূখ।

দপ্তর সচিবের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে বরেন্য এই আলেমের  ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। তাঁর এ বিয়োগে সারা বাংলাদেশের মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

শোকবার্তায় আহলে সুন্নাতের নেতৃবৃন্দ বলেন- জনাব সালাহ উদ্দিন সাহেব একজন সুন্নীয়তের অন্যতম খাদেম ছিলেন। দীর্ঘদিন জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনে নিবেদিত প্রাণ ছিলেন। সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসায় নিয়োজিত থেকে সত্যিকার আলেম তৈরী করে ও  বাতিল মুকাবিলায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর প্রাতহ্যিক জীবনের প্রতিটি সময় অতিবাহিত করেছেন কুরআন-সুন্নাহর খেদমত করে। তিনি শিক্ষাদানের মাধ্যমে সুন্নীয়তের যে প্রভূত খেদমত করে গেছেন তা স্বর্ণাক্ষরে ইতিহাসের অধ্যায় হয়ে থাকবে চিরকাল।

আহলে সুন্নাতের জাতীয় নেতৃবর্গ তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আলা মকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়